সাত সকালে শুট আউট স্বরূপনগরে

 সাত সকালে শুট আউট স্বরূপনগরে

বসিরহাট 

THE BENGALEE 



সাত সকালে স্বরূপনগর ব্লকের দত্তপাড়া বড়পোলের সন্নিকটে গুলিবিদ্ধ হন একজন। স্থানীয় সূত্রে জানা যায় দুটি মোটরসাইকেল চেপে ৬ জন দুষ্কৃতি এসে ওই মোটর বাইক চালককে গুলি করে। গুলি লেগে ঐ যুবক রাস্তার ধারে একটি বাড়িতে ঢুকে পড়ে এবং সেখানে অচৈতন্য হয়ে পড়ে যায় | স্থানীয়রা সারাপুর হাসপাতালে নিয়ে আসলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে ।

ঘটনাস্থলে পৌঁছায়  পুলিশ।জানা যায় মৃতের নাম এসারুল গাজী।তার  গায়ে একটি জ্যাকেট ছিল । সেই জ্যাকেটের পকেটে কিছু একটা ছিল । সেই জিনিসটা সহ জ্যাকেট খুলে নিয়ে দুষ্কৃতীরা পালায় এবং এসারুল গাজী কে গুলি করে । 

Post a Comment

0 Comments