হাসনাবাদে নদী বাঁধ ভাঙনের স্থানে, মেরামতির কাজ শুরু হলেও খুশি নয় এলাকার মানুষ,বিক্ষোভে সামিল তারা সেচ দপ্তরের আধিকারিককে ঘিরেও ক্ষোভ।
THE BENGALEE
রবিবার হাসনাবাদে নদী বাঁধে ভাঙনের ফলে ক্ষতিগ্রস্থ হয় বেশ কিছু দোকান ও বসত বাড়ি।সোমবার ই বাঁধ মেরামতির কাজ শুরু করে সেচ দপ্তর।তবে স্থানীয়দের দাবি বল্লা,বাঁশ, ইঁট দিয়ে বাঁধ নির্মান করে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়,এভাবে কাজ করলে সমস্যা থেকেই যাবে। এই ভাবে বাঁধ মেরামতির কাজ না করে পুরো ক্ষতিগ্রস্থ এলাকা জুড়ে কংক্রীটের বাঁধ নির্মান করা হোক এমন টাই দাবি স্থানীয়দের।এই দাবিতে বিক্ষোভ দেখান তারা। স্থায়ী সমাধানের দাবিতে সেচ দপ্তরে হাজির হন তারা। দপ্তরের আধিকারিকের সঙ্গে কথা বলে,তাদের দাবি জানান স্থানীয়রা।
0 Comments