সুন্দরবনের মেধাবী নার্সিং পড়ুয়ার পাশে স্বেচ্ছাসেবী সংগঠন
সৌরভ দাশ,হিঙ্গলগঞ্জ
প্রত্যন্ত সুন্দরবনের সাহেব খালি এলাকার মেধাবী পড়ুয়ার পাশে সন্দেশখালির স্বেচ্ছাসেবী সংগঠন।
দিন আনা দিন খাওয়া পরিবারের মেধাবী ছাত্রী তিথি মহাজন,বর্তমানে ডায়মন্ড হারবার কলেজে নার্সিং পাঠরতা সে।নার্স হয়ে নিজে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি এলাকার মানুষের সেবা করার স্বপ্ন দেখে তিথি। ছোট থেকে ই প্রকৃতির কোলে ঝড়-জলের সহ নানা প্রতিকুলতা কে সঙ্গী করে বেড়ে ওঠা তিথির পরিবারে অর্থনৈতিক প্রতিবন্ধকতা থাকলেও তা উপেক্ষা করেই এগিয়ে চলেছে সে।সদ্য নার্সিং পঠনপাঠনের জন্য কিছু বই ও নার্সিং সহযোগী সরঞ্জামের দরকার হয়ে উঠছিলো তিথির। অর্থাভাবে তা জোগাড় করে উঠতে পারছিলো না তার পরিবার।এই কথা জানাতে পেরে সুন্দরবনের এই মেয়ের পাশে দাঁড়ালো সুন্দরবনের ই এক স্বেচ্ছা সেবী সংগঠন মা সারদা উইমেন এন্ড ওয়েলফেয়ার সোসাইটি। এদিন ওই ছাত্রীর হাতে কিছু বই,নার্সিং সরঞ্জাম ও নগদ টাকা তুলে দেন সংস্থার কর্নধার সুভাশিষ মন্ডল।উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি সহীদুল্লা গাজী,শিক্ষা কর্মাধক্ষ্য তুষার মন্ডল সহ অন্যান্নরা।আগামীদিনেও তিথির পাশে থাকার আশ্বাস সংস্থার তরফে।
🟥
0 Comments