হাসনাবাদে নদী বাঁধ মেরামতির কাজ শুরু

THE BENGALEE 

হাসনাবাদ 


 ভাঙন রোধে নদী বাঁধ মেরামতির কাজ শুরু হাসনাবাদে




 গতকাল হাসনাবাদে ইছামতী নদীর পারে ভাঙন দেখা যায়।ভাঙনে ক্ষতিগ্রস্থ হয় নদী  পারের বাড়ি ঘর থেকে বেশ কিছু দোকান। ভাঙনের আশঙ্কায় রীতিমতো শঙ্কিত হাসনাবাদের মানুষ।তাদের দাবি এই এলাকাশ এই সমস্যা একটি দীর্ঘ স্থায়ী সমস্যা,তার স্থায়ী সমাধান দরকার।সরকারের উদ্যোগ থাকলেও কাজের গুনগত মান নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। আজ সকাল থেকেই ভাঙনের অংশে মেরামতির কাজ শুরু হয়েছে। নদী তীরবর্তী এলাকায় উপস্থিত রয়েছেন সেচ দপ্তরের আধিকারিকারাও। 





Post a Comment

0 Comments