উচ্চশিক্ষায় নাট্যশিক্ষার গুরুত্ব’ বিষয়ে আলোচনা সভা হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ে

 ‘উচ্চশিক্ষায় নাট্যশিক্ষার গুরুত্ব’ বিষয়ে আলোচনা সভা  হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ে 



সৌরভ দাশ,হিঙ্গলগঞ্জ


হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয় ও ন্যাজাট ভাবনা নাট্য দলের যৌথ উদ্যোগে নাটকের কর্মশালা  অনুষ্ঠিত হলো হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ে।  

হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের আই.কিউ.এ.সি ও বাংলা বিভাগ এবং ন্যাজাট ভাবনার যৌথ উদ্যোগে ‘উচ্চশিক্ষায় নাট্যশিক্ষার গুরুত্ব’ বিষয়ক এই কর্মশালার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ড. শেখ কামাল উদ্দীন। কর্মশালা থেকে আগামীদিনে হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয় ও ন্যাজাট ভাবনা যৌথভাবে নাটক প্রযোজনা করার সিদ্ধান্ত হয়।  বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মায়া মজুমদার বলেন, ‘কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে একটি নাটকের দল তৈরি করে বিভিন্ন সামাজিক সমস্যা ও তার সমাধানের উপায় নিয়ে সেই নাটকগুলি অভিনয় করা হবে।’  ‘থিয়েটার অভিনেতাদের মধ্যে পারস্পরিক মানসিক বন্ধন দৃঢ় করে। শৃঙ্খলা শেখায় বলেন ‘ন্যাজাট ভাবনা’ নাট্যগোষ্ঠীর সম্পাদিকা-অভিনেত্রী মৌমিতা বর সাহা। 

এদিনের কর্মশালায় ন্যাজাট ভাবনা প্রযোজিত " কাঁথা "নাটক টি পরিবেশিত হয়।

🟥


Post a Comment

0 Comments