সুন্দরবনে উন্নত প্রজাতির গোরু পালনে জোর উদ্যানপালন দফতরের
THE BENGALEE TV
হিঙ্গলগঞ্জ
সুন্দরবনে প্রান্তিক মানুষদের অর্থনীতির হাল ফেরাতে হিঙ্গলগঞ্জ কিষানমান্ডি থেকে প্রাণীসম্পদ বিকাশ দফতরের উদ্যোগে শতাধিক গোরু দেওয়া হল হিঙ্গলগঞ্জের একাধিক জায়গায়। পশুপালনে উৎসাহিত করার পাশাপাশি এটি কিভাবে লাভজনক ব্যবসায় পরিণত করা যায় তা নিয়ে বিশেষ সচেতনতার পাশাপাশি মানুষের হাতে উন্নত প্রজাতির গরু শাবক তুলে দেওয়া হয়।
গোরু লালন পালন করে বড় করার জন্য সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হবে প্রাণী সম্পদ বিকাশ দফতরের তরফে। গোরু গুলিকে বড় করার জন্য বিনা পয়সায় ওষুধ পত্র দেওয়ার পাশাপাশি রোগে আক্রান্ত হওয়া আটকাতে সঠিক সময়ে চিকিৎসা পরিষেবার ব্যবস্থাও করা হচ্ছে সরকারি উদ্যোগেই
0 Comments