বন্ধুর অকাল প্রয়াণ বন্ধুত্বের ইতি টানতে পারেনি।বন্ধুর স্মৃতিতে সুবীর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট হাসনাবাদে

 "ইয়ে দোস্তি হাম নেহী তোড়েঙ্গে......"


বন্ধুর অকাল প্রয়াণ বন্ধুত্বের ইতি টানতে পারেনি।বন্ধুর  স্মৃতিতে সুবীর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট হাসনাবাদে


সৌরভ দাশ,হাসনাবাদ:

THE BENGALEE 



হাসনাবাদ স্পোর্টিং অ্যাসোসিয়েশানের মাঠে শেষ হলো "সুবীর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫" । বসিরহাট সহ জেলার বিভিন্ন জায়গার বারো টি দল অংশগ্রহন করে টুর্নামেন্টে।বিজয়ী হয় জাতীয় পাঠাগার ব্যায়ামপীঠ বসিরহাট , বিজিত তকিপুর রাকেশ একাদশ।

....................সুবীর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫


বৃহস্পতিবার,বারো দলীয় নক আউট এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় বসিরহাট ব্যায়ামপীঠ ও তকিপুর পরস্পরের প্রতিদ্বন্ধিতা করে। প্রথমে ব্যাট করে আড়াইশো রানের লক্ষমাত্রা দেয় ব্যায়ামপীঠ। জবাবে একশত রান আগেই থামে তকিপুরের ইনিংস।ম্যাচের সেরা নির্বাচিত হন ব্যায়াম পীঠের শুভজিৎ ঘোষ। সিরিজের সেরা হন বিশ্বজিৎ ঘোষ । 

WATH VIDEO 👇


THE BENGALEE TV 

প্রসঙ্গত  অল্প বয়সে প্রয়াত হন, হাসানাবাদের সুবীর ঘোষ।সৎ,পরোপকারী,সজ্জন ব্যক্তি হিসাবে এলাকায় পরিচিত ছিলেন তিনি।একটি রাজনৈতিক দলে ছাত্র রাজনীতি র দায়িত্বে থাকলেও, সকলের সঙ্গে তার একাত্ম হয়ে যাওয়ার ক্ষমতা তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিলো।খেলাধুলার প্রতিও ছিলো তার গভীর অনুরাগ।তার অকাল প্রয়ানের পরের বছর থেকে তার বন্ধুদের তত্বাবধানে তৈরি " সুবীর ফ্রেন্ডস" এর পরিচালনায় শুরু হয় এই টুর্নামেন্ট।এ বছর ছিলো সেই টুর্নামেন্টের ষষ্ঠ বর্ষ। বন্ধুর হারিয়ে যাওয়ার পর,হাজারো ব্যাস্ততার মধ্যেও তার স্মৃতিতে ফী বছর সম্মিলিত হওয়া, তার বন্ধুদের এই উদ্যোগ কে সাধুবাদ জানান স্থানীয়রা। 

এদিনের টুর্নামেন্ট শেষে উদ্যোক্তাদের অন্যতম আবু বাক্কার গাজী বলেন -সুবীরের স্মৃতি তে প্রথম বছরে আমরা আরও বন্ধু সম্মিলিত হয়ে এই টুর্নামেন্টের সূচনা করেছিলাম। ব্যস্ততার জন্য আজ অনেকেই এই উদ্যোগে সামিল হয়না, তবে যারা আছি তারা যতদিন পারবো এই স্মৃতি টুর্নামেন্ট এগিয়ে নিয়ে।  তার কথায়,  সুবীরের অবর্তমানে তার পরিবারের পাশে থাকা তার প্রকৃত বন্ধুদের কর্তব্য হলেও সময়ের অভাবে সেই কর্তব্য পালন করা অনেক ক্ষেত্রেই সম্ভব হয়ে ওঠেনা, আগামীদিনে প্রকৃত বন্ধু হিসাবে সকলের সাধ্যমতো এই কর্তব্য পালনে  আহ্বান জানান আবু বাক্কার।


 

Post a Comment

0 Comments