নদী বাঁধের সমস্যার স্থায়ী সমাধান চাইছেন এলাকাবাসী
THE BENGALEE
২ রা মার্চ,হাসনাবাদ ::
টাকী পৌরসভা এলাকার ষোলো নম্বর ওয়ার্ডে হাসনাবাদ থানা সংলগ্ন এলাকায় হাসনাবাদ থানা থেকে বনবিবি সেতু গামী রাস্তার পাশে নদী বাঁধে ফাটল। রবিবার সকালে হাসনাবাদে ইছামতী নদী বাঁধে ফাটল লক্ষ করেন স্থানীয়রা।
ক্ষতিগ্রস্থ দোকান, ঘর-বাড়ি
নদীর বাঁধ বসে নদী গর্ভে যায় নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা। নদী বাঁধে ভাঙনের ফলে ভাঙন দেখা যায় নদী তীরবর্তী একাধিক বাড়িতে,ক্ষতিগ্রস্থ হয় বেশ কিছু দোকানও। দ্রুত দোকান খালি করার কাজ শুরু করেন স্থানীয় ব্যাবসায়ীরা।
নদী বাঁধে ধস
ঘটনাস্থলে পৌঁছায় হাসনাবাদ থানার পুলিশ। যানবাহন নিয়ন্ত্রন করে নো এন্ট্রি করা হয় নদী তীরবর্তী রাস্তায়। ঘটনাস্থলে পৌঁছান টাকী পৌরসভার প্রতিনিধি সহ সেচ দপ্তরের প্রতিনিধিরা।
ভাঙছে নদীর পাড়
স্থানীয়রা জানান, প্রতি বছর ই বিভিন্ন গোনে নদীর জল বেড়ে প্লাবিত হয় হাসনাবাদের এই এলাকার একটা বিস্তীর্ন অংশ।
ইছামতীর গ্রাসে নদী তীরবর্তী এলাকা
তবে এই সময়ে নদীর জলের যে চাপ,তা অন্যবার এই সময়ে থাকেনা। গত কয়েকদিনে নদীর জল বেড়ে প্লাবিত হয় হাসনাবাদের এই এলাকা। তাদের কথায়, বেশ কিছু বছর আগেও বড়ো ভাঙনের মুখে ক্ষতিগ্রস্থ হয়েছিলো একাধিক বাড়ি, তারই পুনরাবৃত্তি হলো রবিবার।তাদের কথায় হাসনাবাদের এই সমস্যার স্থায়ী সমাধান দরকার।স্থানীয় পৌর কাউন্সিলরের তরফে নদী তীরবর্তী এলাকা থেকে কয়েকজন কে স্থানীয় একটি সরকারী ভবনে রেখে থাকা খাওয়ার ব্যাবস্থা করা হয়েছে।স্থানীয়দের কথায় মুখ্যমন্ত্রীর উদ্যোগে সরকারের তরফে এই সমস্ত এলাকায় কংক্রিটের বাঁধের জন্য যথেষ্ট টাকা বরাদ্দ হয়, তবে ভালো করে কাজ হয়না তারই ফল ভুগতে হচ্ছে তাদের।
কি বলছেন এলাকার মানুষ?
WATCH VIDEO 👉
সোমবার থেকে নদী বাঁধ মেরামতের কাজ শুরু হবে বলে খবর প্রশাসন সুত্রে।ভাঙনের আশঙ্কায় আতঙ্কের প্রহর গুনছেন এলাকার মানুষ থেকে ব্যাবসায়ীরা।
THE BENGALEE TV
0 Comments