THE BENGALEE
হাসনাবাদ ::
টাকী পৌরসভা এলাকার প্রাচীন প্রাথমিক বিদ্যালয় গুলির মধ্যে অন্যতম টাউন হাসনাবাদ গর্ভমেন্ট স্পনসরড প্রাইমারি স্কুল। এই বিদ্যালয়ের পঁচাত্তর তম বর্ষ উদযাপনী অনুষ্ঠানের সমাপ্তি পর্ব সম্পন্ন হলো।
প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ উদযাপনের অঙ্গ হিসাবে বছর ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় স্কুলের তরফে।সোমবার ছিলো তারই সমাপ্তি পর্বের অনুষ্ঠান। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করেন টাকী রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূর্নমায়ানন্দজী মহারাজ।
উপস্থিত ছিলেন অরুন ঘোষ,মনীষা মুখার্জী, মুকুল রায়চৌধুরী, প্রণব সরকার সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শিক্ষানুরাগীরা।বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও আমন্ত্রিত স্থানীয় শিল্পী দের দ্বারা আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে কচিকাঁচা দের উৎসাহ ছিলো চোখে পড়ার মতো। এদিনের অনুষ্ঠানের সূচনা পর্বে বিদ্যালয়ের সন্মুখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মুর্তি উন্মোচন করেন পূর্নময়ানন্দজী মহারাজ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কল্যানী বর মন্ডলের কথায় "এই স্কুলের ছাত্র ছাত্রী সংখ্যা বেশী,আমরা চেষ্টা করি তাদের খুব ভালো করে পড়াশুনা করাতে।আমাদের স্কুল প্রি প্রাইমারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত থাকলেও সৌভাগ্যবশত প্ল্যাটিনাম জুবিলি বর্ষেই পঞ্চম শ্রেণী পর্যন্ত স্তরে উন্নীত হয়েছে,ফলত আমরা সকলেই খুব খুশি।আগামীদিনে শিক্ষা,সংস্কৃতি, খেলাধুলা সহ সব ক্ষেত্রে স্কুলের নাম ও ছাত্র ছাত্রী দের নাম আরো উজ্জ্বল হবে।"
সহকারী শিক্ষক সুরঞ্জন চ্যাটার্জী বলেন "সাধ অনেক থাকলেও সাধ্য কম।স্বল্প সাধ্যের মধ্যে স্থানীয় মানুষ ,শিল্পী,শিক্ষানুরাগীদের সঙ্গে নিয়ে, বছর ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। এদিন সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে তারই পরিসমাপ্তি ঘটল।"
0 Comments