টাকী পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে বসন্ত উৎসবের আয়োজনে সামিল বিধায়ক

 টাকী পৌরসভার  ১০ নম্বর ওয়ার্ডে বসন্ত উৎসবের আয়োজনে সামিল বিধায়ক


সৌরভ দাশ,হাসনাবাদ 

THE BENGALEE 

"ঝড়ে পরে পাতা আমলকী বনে, দুরে চলে গেছে শীত

বন বিথীকার সারা অঙ্গনে ফাগুনের ইঙ্গিত।"



শীতের শেষে সকল বনে বনে ফাগুন লেগেছে,

স্থলে জলে বনতলে প্রকৃতির সর্বত্র রঙের খেলা চলছে।আর সেই রঙের খেলায় সামিল হতেই  টাকী পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে, স্থানীয় কাউন্সিলরের উদ্যোগে এক বসন্ত উৎসবের আয়োজন করা হয়। ১০ নম্বর ওয়ার্ড সংলগ্ন পার্কে আয়োজিত এই অনুষ্ঠানে একে অপরকে আবিরের রঙে রাঙিয়ে তোলার পাশাপাশি ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও।স্থানীয় শিল্পীদের আবৃত্তি, নৃত্য ও গানে ও কথায় মুখরিত হয় বসন্ত উৎসবের অনুষ্ঠান।


এদিনের এই বসন্ত উৎসবে উপস্থিত ছিলেন বসিরহাট দক্ষিনের বিধায়ক ডা: সপ্তর্ষি ব্যানার্জী, টাকী টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ দাশ,সহ স্থানীয় কাউন্সিলর মনোরঞ্জন পাত্র,নমিতা দে সহ তৃণমূল নেত্রী পুষ্পিতা মন্ডল,শুভ্রা ঘোষ,  ভীষ্মদেব মন্ডল সহ অন্যান্নরা।।

রাধা কৃষ্ণের প্রতিকৃতিতে আবীর অর্ঘ্য অর্পনের পর আবীর খেলায় মেতে ওঠেন উপস্থিত সকলে।অনুষ্ঠানে উপস্থিত সকলের সঙ্গে আবীর খেলায় মেতে ওঠেন বিধায়কও। রঙের উৎসবে সামিল হওয়ার পাশাপাশি রং খেলার সময় বাচ্চাদের চোখ ও ত্বকের প্রতি সতর্ক থাকতে অভিভাবক দের অনুরোধ করেন চিকিৎসক বিধায়ক। বসন্ত উৎসবের মঞ্চ থেকে শান্তিপূর্ণ পরিবেশে বসিরহাট জুড়ে  পবিত্র রমজান মাস ও দোল উৎসব পালন হবে এই আশা প্রকাশ করে বিধায়ক বলেন আমরা সম্প্রীতির বাংলায় কোন বিভেদ চাইনা। টাকী পৌরসভা এলাকায় এই ধরনের আয়োজনের জন্য উদ্যোক্তা সীমা মুখার্জীর প্রশংসা করেন টাকী টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ দাশ  ও সম্প্রীতির বার্তা দেন।


Post a Comment

0 Comments