স্কুলের তালা ভেঙে ঢুকে আলমারি ভেঙে চুরি হাড়োয়ায়

 







হাড়োয়া , 


হাড়োয়া থানার রায়খা গ্রামের "জগন্নাথপুর অরবিন্দ ভারতী বিদ্যালয়"এর ঘটনা ।

রাতে, দুস্কৃতিরা স্কুলের তালা ভেঙে স্কুলে ঢোকে এমনটাই অনুমান।স্কুলে ঢুকে  অফিস ঘরের আলমারি ভেঙে টাকা নিয়ে চম্পট দেয় দুস্কৃতিরা । অফিস ঘর,প্রধান শিক্ষকের ঘর, সুপারের ঘর, ক্যান্টিনের ঘর সহ মোট পাঁচটি দরজা ভাঙা হয়। আলমারিতে থাকা পুরো টাকাটাই নিয়ে যায় দুষ্কৃতীরা । মোট আটটা আলমারি ও ভাঙ্গা হয়েছে বলে জানান স্কুল কর্তৃপক্ষ।  উধাও  কিছু গুরুত্বপূর্ন নথি পত্রও জানান প্রধান শিক্ষক হরিপদ বর্মন ।  ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রায়খা গ্রামে। প্রধান শিক্ষক জানান,একেবারে ফাঁকা জায়গায় স্কুলটির অবস্থান, এর আগেও বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটেছে,স্কুলে নিরাপত্তা রক্ষী দরকার বলেও জানান তিনি। ঘটনার  তদন্ত শুরু করেছে পুলিশ।


Post a Comment

0 Comments