THE BENGALEE,হিঙ্গলগঞ্জ
হিঙ্গলগঞ্জের তিন নম্বর সাহেব খালি এলাকায় নিত্যানন্দ হাই স্কুলের পাশে দুঃসাহসিক চুরি। পরপর দুটি শিক্ষকের বাড়িতে তালা ও আলমারির শোকেস লকার ভেঙে প্রায় দুই লক্ষ টাকার গহনা ও নগদ টাকা নিয়ে পালায় দুষ্কৃতীরা। দেবব্রত ঘরামী ও কাবির ঘরামী হরি সভায় গান শুনতে যান এবং সেই সময় বাড়িতে কেউ না থাকার সুযোগেই এই দুঃসাহসিক চুরি র ঘটনা ঘটে জানান ওই শিক্ষক।
0 Comments