নন্দী কে সুস্থ করতে উদ্যোগ টাকী থুবার স্থানীয় যুবকদের
সৌরভ দাশ, টাকী
স্বামীজি বলেছিলেন "জীবে প্রেম করে যেই জন,সেই জন সেবিছে ইশ্বর "।শিব জ্ঞানে জীব সেবার মন্ত্র নিয়ে "নন্দী" কে সুস্থ করতে উদ্যোগ টাকী থুবার যুবকদের।
গত বেশ কয়েকবছর ধরে টাকী থুবা মোড় ও সংলগ্ন স্থানের মানুষের কাছে পরিচিত একটি মুখ "নন্দী"। নিজে খাদ্য সংগ্রহ করার পাশাপাশি থুবা বাজারের ব্যাবসায়ী দের দেওয়া আনাজ কিংবা পথচারী বা স্থানীয়দের দেওয়া খাবারেই দিনযাপন করতো নন্দী।
তবে বিগত কয়েক মাস যাবৎ শারীরিক অসুস্থতা, তার সুস্থ জীবন যাপন কে ব্যাহত করছিলো। স্থানীয় দের উদ্যোগে তার খাবারের জোগান মিটলেও তার পায়ের গভীর ক্ষতর যন্ত্রনা যেন অনুভব করছিলো সবাই ই।
নন্দীর পায়ের গভীর ক্ষত নিরাময়ে বারকয়েক চেষ্টা করেছেন স্থানীয় রা।তবে প্রতিবারই তা বিফলে গেছে। বারবার হতাশ হলেও নন্দী কে তার সুস্থ জীবন ফিরিয়ে দিতে ফের উদ্যোগী টাকী থুবার যুবক বৃন্দ।
স্থানীয় কিছু যুবকের উদ্যোগে টাকী থুবা সংলগ্ন মাঠে ত্রিপল ও মশারি দিয়ে ঘর বানিয়ে,চিকিৎসক এনে নন্দীর চিকিৎসা চলছে। চিকিৎসকের খরচ ও চিকিৎসা বিষয়ক ওষুধপত্র জোগান দিতে সাধ্যমতো আর্থিক সহযোগিতা করছেন স্থানীয় ব্যাবসায়ী সহ অনেকেই। নন্দী কে সারাদিনের খাবারের জোগান ও দিচ্ছেন উদ্যোক্তারা। হাত বাড়িয়েছেন সব্জী ব্যাবসায়ী থেকে শুভানুধ্যায়ী সকলেই।চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগামী কয়েকমাস ধরে একই জায়গায় রেখে নন্দীর চিকিৎসা চলবে।ইতিমধ্যে তার জন্য অর্থ সংগ্রহ ও চলছে।
অবলা নন্দী কে সুস্থ করতে, যুবক দের এই মানবিক উদ্যোগ কে প্রশংসায় ভরাচ্ছেন এলাকার মানুষ।
0 Comments