টাকী থুবা ব্যায়াম সমিতিতে আট দলীয় নক আউট ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন।
সৌরভ দাশ,টাকী
শীতের সন্ধ্যায় ব্যাডমিন্টনের আসর টাকী তে।টাকী থুবা ব্যায়াম সমিতির পরিচালনায় শনিবার আট দলীয় নক আউট ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়।বসিরহাট, বারাসাত, মালতীপুর সহ বিভিন্ন এলাকার মোট আট টি দল অংশগ্রহন করে এই টুর্নামেন্টে।টুর্নামেন্টের বিজয়ী হন প্রীতম ও রোহিত জুটি, বিজিত হন প্রদীপ ও দীপ জুটি।
ফানুস উড়িয়ে ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে, স্বর্গীয়া সুধারানী ব্যানার্জী ও স্বর্গীয় কুনাল ঘোষের স্মৃতি তে আয়োজিত নৈশ কালীন এই টুর্নামেন্টের সূচনা করেন ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করা প্রাক্তন তিন খেলোয়াড় হেমন্ত তপন হালদার,সুব্রত দাশ ও সুব্রত পাল। টুর্নামেন্ট চলাকালীন মাঠে উপস্থিত হন হাসনাবাদের এস.ডি.পি.ও
ওমর আলি মোল্লা, বসিরহাট দক্ষিন বিধানসভার বিধায়ক ড: সপ্তর্ষি ব্যানার্জী সহ, টাকী পৌরসভার কাউন্সিলর প্রদ্যুৎ দাশ,আলপনা বিশ্বাস, গোবিন্দ সরকার সহ বিশিষ্ট অতিথিরা।
টুর্নামেন্টের গ্রুপ পর্বের মূল খেলা র মধ্যবর্তী সময়ে
আয়োজক থুবা ব্যায়াম সমিতির সঙ্গে বন্ধুত্বপূর্ণ একটি প্রদর্শনী ম্যাচে মাঠে নামেন হাসনাবাদের এস.ডি.পি.ও।
টুর্মানেন্টের বিজয়ী ও বিজিত দলের হাতে আর্থিক পুরস্কারের পাশাপাশি, সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হয় থুবা ব্যায়াম সমিতির তরফে। প্রতি খেলায় সেরা খেলোয়াড় সহ টুর্মনামেন্টের সেরা খেলোয়াড় ও মোস্ট স্টাইলিশ প্লেয়ার কেও পুরস্কৃত করা হয় আয়োজকদের তরফে
0 Comments