THE BENGALEE
৫ ই জানুয়ারী : টাকী
ক্যারাটের মেগা ইভেন্ট👇ক্যারাটের মেগা ইভেন্ট
https://www.facebook.com/share/v/15rEz8hxbP/
রবি'স মার্শাল আর্ট অ্যাকাডেমি অফ ইন্ডিয়া র পরিচালনায়,রবিবার তৃতীয় ন্যাশেনাল ওপেন ক্যারাটে চাম্পিয়ানশিপের আসর বসলো টাকীতে।বিভিন্ন রাজ্য থেকে প্রায় সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে এই চাম্পিয়ানশিপে।
টাকী এস.এল.গার্লস হাই স্কুলে আয়োজিত একদিনের এই ক্যারাটে চাম্পিয়ানশিপের আনুষ্ঠানিক সূচনা করেন রবি'স মার্শাল আর্ট অ্যাকাডেমি অফ ইন্ডিয়ার সভাপতি মনীষা মুখার্জি। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডব্লিউ.এফ.এস.কে.ও র সভাপতি হানসী হাসান এম ইসমাইল।উপস্থিত ছিলেন ঝাড়খন্ড ডব্লিউ.এফ.এস.কে.ও র প্রধান উজ্জ্বল সিং, রবি'স মার্শাল আর্ট অ্যাকাডেমির সহ সভাপতি সিহান ডাই সত্যজিৎ দালাল, সহ এদিনের এই টুর্নামেন্টের মূল উদ্যোক্তা রবি'স মার্শাল আর্ট অ্যাকাডেমির পৃষ্ঠপোষক কে.ওয়াই.ও.এস.এইচ.আই রবিউল ইসলাম সহ অন্যান্নরা।
3RD OPEN KARATE CHAMPIONSHIP AT TAKI 👇
রবি'স মার্শাল আর্ট অ্যাকাডেমির তরফে ক্যারাটের মেগা ইভেন্ট ভিডিও
সময়ের সঙ্গে তাল মিলিয়ে ক্রমশই প্রসার বাড়ছে ক্যারাটের।বাচ্চা দের শারিরীক সুস্থতা ও সুরক্ষা নিশ্চিত করতে বর্তমানে ক্যারাটে কে বেছে নিচ্ছেন অনেক অভিভাবক ই।বর্তমানে ক্রীড়া ক্ষেত্রে সম্ভাবনার অনেক টা অংশ জুড়েই রয়েছে ক্যারাটে। ক্যারাটের বিভিন্ন স্থানীয় প্রতিযোগিতা থেকে দেশ বা আর্ন্তজাতিক স্তরের বিভিন্ন প্রতিযোগিতা ক্যারাটের মান উন্নয়নে যথেষ্ট ভূমিকা পালন করছে। অন্য খেলায় যখন বানিজ্যিক ছোঁওয়ায় বিভিন্ন লিগ শুরু হয়েছে তখন ক্যারাটের এই ধরনের ইভেন্টও ক্যারাটে প্রেমীদের কাছে অন্যতম আকর্ষনের বিষয় হয়ে উঠেছে, তার প্রমান বছরের প্রথম রবিবারের আয়োজন।
এদিনের শিবিরে উপস্থিত হয়ে, হানসী হাসান এম ইসমাইল বলেন,ক্যারাটের মাধ্যমে বর্তমানে জেলা রাজ্য স্তর থেকে আর্ন্তজাতিক স্তরে খেলার সুযোগ বাড়ছে।রাজ্যস্তরের খেলা শেষে জাতীয় স্তরে খেলার সুযোগ থাকে। ন্যাশেনাল ফেডারেশান, ওয়ার্ড ক্যারাটে ফেডারেশান স্বীকৃত। এটিই একমাত্র সংস্থা যারা ওয়ার্ল্ড চাম্পিয়ানশিপ আয়োজন করতে পারে। এই সংস্থা ইন্টারন্যাশেনাল অলিম্পিক অ্যাসোসিয়েশান স্বীকৃত। এত সম্ভাবনার পাশাপাশি, সেল্ফ ডিফেন্স ও শারীরিক সুস্থতা রক্ষায় গুরুত্বই ক্যারাটে কে প্রাসঙ্গিক করে তুলছে। ।
আয়োজক রবিউল ইসলাম বলেন এদিন মোট সতেরো টি রাজ্যের খেলোয়াড় রা অংশগ্রহন করেছে।এই টুর্নামেন্টে যারা গোল্ড পাবে তারা পরবর্তীতে ঝাড়খন্ডে টুর্নামেন্টে অংশগ্রহন করবে। তিনি বলেন প্রায় ২৪ বছর ধরে টাকী র এস.এল.গার্লস স্কুলে মেয়েদের ক্যারাটে প্রশিক্ষন দেন তিনি। বর্তমানে এই অ্যাকাডেমির ছাত্র-ছাত্রীরাই বিভিন্ন জায়গায় কোচিং সেন্টার তৈরি করে প্রশিক্ষন দিচ্ছে। তার কথায় ক্যারাটে শিক্ষার্থীর মনোবল বৃদ্ধি করে।রবি'স মার্শাল আর্ট অ্যাকাডেমির সাফল্যের খতিয়ান তুলে ধরতে গিয়ে ২০২৪ গোয়া য় অনুষ্ঠিত হওয়া ক্যারাটে ওয়ার্ল্ড কাপে এই সংস্থার অংশগ্রহণকারীরা মোট ২৭ টি সোনা, ১৫ টি রুপো ও ২ টি ব্রোঞ্জ জিতেছে বলেও জানান তিনি।
আগামী ২০২৫ সালে পর্তুগালে ওয়ার্ল্ড চাম্পিয়ানশিপের আসর বসবে,সেখানে অংশগ্রহণ ও সাফল্য প্রাপ্তি র ব্যাপারে আশাবাদী রবিউল।টাকী এস.এল. গার্লস স্কুল ছাড়াও, টাকী রক্তরবি সংঘ,হাসনাবাদ দেবী মোড়,মালঞ্চ,মিনাখা,মালতীপুর,খোলাপোতা তে আগামী ওলার্ল্ড চাম্পিয়ানশিপের প্রস্তুতি চলছে জানান রবিউল ইসলাম।
ক্যারাটের এই মেগা ইভেন্টে উপস্থিত অভিভাবক দের মধ্যে সকাল থেকে উৎসাহ ছিলো চোখে পড়ার মতো।রবি'স মার্শাল আর্ট অ্যাকাডেমির এই আয়োজন কে কুর্নিশ জানান তারা। তাদের কথায়, ৩৪ বছরের অভিজ্ঞতা সম্পন্ন রবিউল ইসলাম এর কোচিং এ তাদের ছেলে মেয়েদের ক্যারাটেতে উন্নতি হচ্ছে। তাদের কথায়,সুষ্ঠু সুশৃঙ্খল ব্যাবস্থায় সুনির্দিষ্ট পদ্ধতিতে ক্যারাটের মাধ্যমে বাচ্চাদের সুস্থ রাখতে ও আত্মরক্ষা সুনিশ্চিত করতে ক্যারাটে প্রশিক্ষন তৎসহ ক্যারাটের মাধ্যমে শিক্ষার্থীদের দেশ বা আর্ন্তজাতিক পর্যায়ে উন্নীত করনে, রবিউল ইসলামের অভিজ্ঞতার জুরি মেলা ভার।
0 Comments