হিঙ্গলগঞ্জে সুন্দরবন স্কিল হাবের উদ্বোধন

 হিঙ্গলগঞ্জে সুন্দরবন স্কিল হাবের উদ্বোধন


THE BENGALEE

হাসনাবাদ 



হিঙ্গলগঞ্জে উদ্বোধন হলো পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পের হিঙ্গলগঞ্জ শাখার  সুন্দরবন স্কিল হাব। এদিন হিঙ্গলগঞ্জের স্যাণ্ডেলবিল গ্রাম পঞ্চায়েত এলাকায় এই সুন্দরবন স্কিল হাবের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিক্ষা দপ্তরের চেয়ারম্যান পুর্ণেন্দু বসু। প্রাথমিক ভাবে এই কেন্দ্রে হস্তশিল্প, সেলাই, বিনামূল্যে কম্পিউটার শেখানো হবে বলে জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে। প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষের অনেকেই রুটিরুজির তাগিদে বাইরের রাজ্যে পারি দেন,তাদের কর্মদিশা দেখাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন উৎকর্ষ বাংলা প্রকল্প।


Video👉👉


উৎকর্ষ বাংলা প্রকল্পের হিঙ্গলগঞ্জ শাখার  সুন্দরবন স্কিল হাব। নিজের পায়ে দাঁড়াতে পথ দেখাবে এই সেন্টার আশাবাদী উদ্যোক্তারা

 বর্তমানে এই প্রকল্পের সুবিধা পেয়ে স্বনির্ভর হচ্ছে বাংলার ছেলেমেয়েরা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবদাশ গাঙ্গুলি,  হিঙ্গলগঞ্জ বনভূমি কর্মাধ্যক্ষ সুরজিত বর্মণ, হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি সইদুল্লা গাজী, স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিতোষ বিশ্বাস,  উপপ্রধান ইকবাল আহমেদ , সুন্দরবন স্কিল হাবের কর্ণধার শিশির প্রামানিক সহ একাধিক বিশিষ্ট জনেরা।৷ প্রাথমিক ভাবে কম্পিউটার ও সেলাইটেলারিং কোর্স থাকলেও পরবর্তীতে এই সেন্টার থেকে থালা তৈরি, মোমবাতি তৈরি, ধুপকাঠি তৈরি সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হবে বলে জানান উদ্যোক্তারা।

Post a Comment

0 Comments