আবারো পর্যটকদের ক্যামেরাবন্দী হলো রয়েল বেঙ্গল টাইগার
THE BENGALEE TV
নিজস্ব প্রতিনিধি, সুন্দরবন
শীতের মরসুমে এই নিয়ে বেশ কয়েকবার পর্যটকদের ক্যামেরায় ধরা পড়লো জঙ্গলের মহারাজ। তবে এবার খুব কাছ থেকে জঙ্গলের মহারাজকে দেখে বেজায় খুশি পর্যটকরা। উত্তর ২৪ পরগনার সুন্দরবন অঞ্চল তথা বসিরহাট রেঞ্জের হিঙ্গলগঞ্জের কালিতলা ঘাট থেকে পর্যটকদের বোট ছাড়া হয়েছিল। বুধবার বিকাল ৪ টা নাগাদ রায়মঙ্গলের বুড়িরডাবরি জঙ্গলের খাঁড়ির ভেতরে রয়্যাল বেঙ্গল টাইগারের সাক্ষাৎ পান পর্যটকরা।
রয়্যাল বেঙ্গল টাইগার সাক্ষাৎ
ভিডিও 👉👉
https://www.facebook.com/share/v/1DoWLMBsKE/
THE BENGALEE TV
বছরের অন্য সময়ের চেয়ে শীতের মরসুমে পর্যটকদের গন্তব্যের অন্যতম আকর্ষনীয় ঠিকানা হয়ে ওঠে সুন্দরবন। শীতের রোদ গায়ে মেখে, নদী- ম্যানগ্রোভ জঙ্গলের মেল বন্ধন উপভোগ থেকে গ্রাম্য পরিবেশে রাত্রি যাপন কিংবা স্নিগ্ধ বাতাস উপভোগ করার হাতছানি দেয় সুন্দরবন।
উপভোগ্য প্রাকৃতিক স্নিগ্ধতার মধ্যে সুন্দরবনের আকর্ষনের কেন্দ্র বিন্দু তে থাকা রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মিললে তো পর্যটকদের সুন্দরবন ট্যুরের পয়সা উসুল ই।
0 Comments