চৈতল পল্লীমঙ্গল বিদ্যালয়ে সুবর্ণজয়ন্তীর বর্ষ উদযাপনে তিনদিন ব্যাপী অনুষ্ঠান

  

THE BENGALEE TV




প্রায় এক কিলোমিটার পায়ে হেঁটে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর পতিকৃতিতে মাল্য দানের মধ্যদিয়ে শুরু হলো চৈতল  পল্লীমঙ্গল বিদ্যালয়ে সুবর্ণজয়ন্তীর বর্ষের  তিনদিন ব্যাপী উদযাপনী অনুষ্ঠান।

WATCH VIDEO 👇

চৈতল পল্লীমঙ্গল বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন 


THE BENGALEE TV 

এদিনের এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন এই বিদ্যালয়েরই শিক্ষক তথা সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো, মিনাখা বিধানসভার বিধায়িকা ঊষারাণী মন্ডল, স্কুল জেলা পর্যবেক্ষক বাদল কুমার পাত্র,বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ এলাকার বিশিষ্টজন ও  বিদ্যালয়ের প্রাক্তন- বর্তমান পড়ুয়ার। বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন ধরনের শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  তিনদিন ধরে চলবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদ্যালয়ের উদযাপনী অনুষ্ঠান থেকে শিক্ষামূলক বার্তা দিতে ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষে,  বৃক্ষ রোপণ করেন আমন্ত্রিত অতিথিরা৷

Post a Comment

0 Comments