বসিরহাট , সৌরভ দাশ
বসিরহাট পুলিশ জেলার তরফে এ বছরের বসিরহাটের দুর্গাপূজার গাইড ম্যাপ উদ্বোধন বসিরহাটে।
দুর্গাপুজোর কদিন দর্শনার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ও তাদের সহযোগিতা করতে বসিরহাট পুলিশ জেলার তরফে গাইড ম্যাপের উদ্বোধন হলো বসিরহাটে।
বসিরহাট পুলিশ জেলা র তরফে প্রকাশিত এই ম্যাপে এ বছর একটি বিশেষ QR code রাখা হয়েছে, যেটা তে স্ক্যান করলে সহজেই বসিরহাট , টাকি , বাদুড়িয়া সহ পার্শ্ববর্তী প্রতিটি এলাকার পুজোর ম্যাপ, মোবাইলে দেখা যাবে। পাশাপাশি দুর্গোৎসব চলা কালীন কোন রাস্তায় নো এন্ট্রি করা আছে বা কোন রাস্তায় যান চলাচল স্বাভাবিক আছে, কোন দিক দিয়ে যেতে হবে সবটাই এই QR code স্ক্যান করলেই পাওয়া যাবে ।
এই গাইড ম্যাপ এবং QR code টি কে মানুষের কাছে পৌঁছে দিতে প্রতিটি পূজা কমিটি, পৌরসভা , সহ জনপ্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয় পুলিশ প্রশাসনের তরফে।QR code টি স্ক্যান করলে বসিরহাটের গাইড ম্যাপ পাওয়ার পাশাপাশি থাকছে হেল্প লাইন নাম্বারও।এই গাইড ম্যাপ এবং QR code টি প্রতিটি দর্শনার্থীর যথেষ্ট উপকারে আসবে বলেই মনে করছে বসিরহাট পুলিশ প্রশাসন ।গাইড ম্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট পুলিশ জেলার SP-হোসেন মেহেদী রহমান সহ পুলিশ আধিকারিকরা, স্থানীয় বিধায়ক, জনপ্রতিনিধি সহ বিভিন্ন পুজো কমিটির প্রতিনিধিরা।
0 Comments