বসিরহাট পুলিশ জেলার দুর্গা পূজার গাইড ম্যাপ

বসিরহাট পুলিশ জেলার তরফে এ বছরের বসিরহাটের দুর্গা পূজা র ভ্রমণ গাইড ম্যাপ উদ্বোধন হলো বসিরহাটে



THE BENGALEE 


দুর্গাপুজোর কদিন দর্শনার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ও তাদের সহযোগিতা করতে বসিরহাট পুলিশ জেলার তরফে ভ্রমণ গাইড ম্যাপের উদ্বোধন হলো বসিরহাটে।



বসিরহাট পুলিশ জেলার তরফে দুর্গা পূজার ভ্রমণ গাইড ম্যাপ ও বিশেষ QR CODE


 বসিরহাট পুলিশ জেলা র তরফে প্রকাশিত  এই ম্যাপে এ বছর একটি বিশেষ QR code রাখা হয়েছে, মোবাইলে যেটি স্ক্যান করলে সহজেই বসিরহাট , টাকি , বাদুড়িয়া সহ পার্শ্ববর্তী প্রতিটি এলাকার পুজোর ম্যাপ,  দেখা যাবে। পাশাপাশি দুর্গোৎসব চলাকালীন কোন রাস্তায় নো এন্ট্রি থাকবে বা কোন রাস্তায় যান চলাচল স্বাভাবিক থাকবে, কোন দিক দিয়ে যেতে হবে সবটাই এই QR code স্ক্যান করলেই পাওয়া যাবে ।


আপনার মোবাইল থেকে বসিরহাট পুলিশ জেলার দুর্গাপুজো ভ্রমণ গাইড দেখবেন কিভাবে? কিভাবে পৌঁছাবেন পছন্দের পুজো প্যান্ডেলে? জানতে চোখ রাখুন এই ভিডিওতে......



এই গাইড ম্যাপ এবং QR code টি কে মানুষের কাছে পৌঁছে দিতে ইতিমধ্যে প্রতিটি পূজা কমিটি, পৌরসভা , সহ জন প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয় পুলিশ প্রশাসনের তরফে।QR code টি স্ক্যান করলে বসিরহাটের গাইড ম্যাপ পাওয়ার পাশাপাশি  থাকছে হেল্প লাইন  নাম্বারও।এই গাইড ম্যাপ এবং QR code টি প্রতিটি দর্শনার্থীর যথেষ্ট উপকারে আসবে বলেই মনে করছে বসিরহাট পুলিশ প্রশাসন ।গাইড ম্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন বসিরহাট পুলিশ জেলার SP-হোসেন মেহেদী রহমান সহ পুলিশ আধিকারিকরা, স্থানীয় বিধায়ক, জনপ্রতিনিধি  সহ  বিভিন্ন পুজো কমিটির প্রতিনিধিরা।

Post a Comment

0 Comments