ইছামতি নদীর প্রায় বাঁধ ভেঙ্গে প্লাবিত বাদুড়িয়ার বিস্তীর্ণ এলাকা

 শুক্রবার রাতে ইছামতি নদীর প্রায় ৬০ ফুট বাঁধ ভেঙ্গে 

প্লাবিত বাদুড়িয়ার বিস্তীর্ণ এলাকা


THE BENGALEE , বসিরহাট 

ইছামতী নদীর বাঁধ ভেঙে  প্লাবিত বাদুড়িয়ার " নয়া বস্তিয়া মিলনী " পঞ্চায়েতের পশ্চিম কাঁকড়াসুতি , কোটাপাড়া দুই গ্রাম।  বানভাসী হয় কয়েকশো পরিবার পাশাপাশি  জমির ফসল,  মাছ চাষের ব্যাপক ক্ষতি হয়েছে । যদিও রাতারাতি স্থানীয় পঞ্চায়েত এবং পূর্ত দফতরের উদ্যোগে ও তৎপরতায় এবং গ্রামবাসীদের সহযোগিতায় নদীর বাঁধ মেরামত সম্ভব হয়েছে । গ্রামবাসীদের দাবি_তাদের প্রচুর ক্ষতি হয়েছে , প্রশাসন তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করুক। পাশাপাশি নদীর বাঁধটি আরো মজবুতভাবে তৈরি করা হোক যাতে আবার নদীর বাঁধ ভেঙে প্লাবিত না হয় গ্রাম ।


Post a Comment

0 Comments