THE BENGALEE ,হিঙ্গলগঞ্জ
সুন্দরবনের পাঠঘেরা আজাদ হিন্দ ক্লাবের পরিচালনায় ক্লাব ময়দানে অনুষ্ঠিত হচ্ছে অরবিন্দ শেখর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪!এই খেলা এবছর দশম বর্ষে পদার্পণ করল!৷ প্রতিবছর ই এই খেলা দেখার জন্য দুরদূরান্ত ভিঁড় উপচে পড়ে!হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল কর্তৃক ফিতে কেটে উদ্বোধন হয় এ বছরের এই টুর্মানেন্টের।বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন হেমনগর কোস্টাল থানার আধিকারিক সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গরা!খেলার বিশেষ আকর্ষণ হিসাবে এই খেলার রাখা হয়নি কোনো এন্ট্রি ফি। প্রথম ও দ্বিতীয় পুরস্কার হিসাবে সুদৃশ্য ট্রফি সহ আর্থিক পুরস্কারের ব্যাবস্থা করা হয়েছে উদ্যোক্তাদের তরফে থাকছে ম্যান অব দি ম্যাচ,সেরা গোলদাতা সহ নানা পুরস্কার।
0 Comments