সুন্দর বনের পাটঘরাতে স্বর্গীয় অরবিন্দ শেখর জোরদার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো

 


THE BENGALEE ,হিঙ্গলগঞ্জ

সুন্দরবনের পাঠঘেরা আজাদ হিন্দ ক্লাবের পরিচালনায় ক্লাব ময়দানে অনুষ্ঠিত হচ্ছে অরবিন্দ শেখর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪!এই খেলা এবছর দশম বর্ষে পদার্পণ করল!৷ প্রতিবছর ই এই খেলা দেখার জন্য দুরদূরান্ত ভিঁড় উপচে পড়ে!হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল কর্তৃক ফিতে কেটে উদ্বোধন হয় এ বছরের এই টুর্মানেন্টের।বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন   হেমনগর কোস্টাল থানার  আধিকারিক সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গরা!খেলার বিশেষ আকর্ষণ হিসাবে এই খেলার রাখা হয়নি কোনো এন্ট্রি ফি। প্রথম ও দ্বিতীয় পুরস্কার হিসাবে  সুদৃশ্য ট্রফি সহ আর্থিক পুরস্কারের ব্যাবস্থা করা হয়েছে উদ্যোক্তাদের তরফে থাকছে ম্যান অব দি ম্যাচ,সেরা গোলদাতা সহ নানা পুরস্কার।

Post a Comment

0 Comments