বন্যা কবলিত এলাকার মানুষের ক্ষোভ

 ত্রাণ না পাওয়া , পদ্মা নদীর সংস্কার ও ফসলের ক্ষতিপূরণের দাবি নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল বন্যা কবলিত এলাকার মানুষজন।

THE BENGALEE ,বসিরহাট 

বাদুড়িয়ার বাগজোলা পঞ্চায়েতের রায়পুর , খাজরা এলাকার ঘটনা ।বাদুড়িয়ার বাগজোলা পঞ্চায়েতের বাগজোলা , রায়পুর , খাজরা সহ বিস্তীর্ণ এলাকা দীর্ঘ দেড় মাস ধরে জলবন্দী অবস্থায় রয়েছে। ঘরের ভেতরে জল ঢুকে আছে,এলাকায় কোথাও হাঁটু পর্যন্ত আবার কোথাও কোমর সমান জল রয়েছে এখনও।ইতিমধ্যে কয়েক হাজার বিঘা ফসলের জমি জলের তলায় গিয়েছে , বিভিন্ন ফসলের প্রচুর ক্ষতি হয়েছে।

এতদিন ধরে এলাকার মানুষ জলবন্দী হয়ে থাকলেও   প্রশাসনিক কর্তা বা পঞ্চায়েত,বিডিও অফিস থেকে এলাকার মানুষের খোঁজখবর নেওয়া হচ্ছেনা, পাশাপাশি ত্রাণ সামগ্রী সহায়তা করা হচ্ছে না বলে অভিযোগ ।এই অভিযোগ নিয়ে,এলাকার মানুষ রাস্তায় নেমে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন। তাদের দাবি অবিলম্বে ত্রাণের ব্যবস্থা করতে হবে এবং পদ্মা নদীর সংস্কার করতে হবে । পদ্মা নদী সংস্কার করলে তবেই এই সমস্যা থেকে রেহাই পাবে এলাকার মানুষ এমনটাই মত তাদের।


যদিও এই বিষয়ে বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ কুমারেশ রায় বলেন_আমরা ইতিমধ্যেই ত্রাণের ব্যবস্থা করেছি , তবুও আপনাদের মাধ্যমে শুনলাম, যারা পায়নি তাদের সঙ্গে আমরা যোগাযোগ করব এবং তাদের ত্রাণের ব্যবস্থা করব"।তার কথায়,পদ্মা ও যমুনা নদীর সংস্কারের কাজ শুরু হয়েছে, অতি দ্রুত এই সমস্যার সমাধান হবে। 



Post a Comment

0 Comments