বেহাল রাস্তা সাড়াইয়ের দাবিতে গ্রামের পুরুষ মহিলা একত্রিত হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ

 বেহাল রাস্তা সাড়াইয়ের দাবিতে গ্রামের পুরুষ মহিলা একত্রিত হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ।

THE BENGALEE,




হিঙ্গলগঞ্জ

হিঙ্গলগঞ্জের রূপমারি পঞ্চায়েতের খেজুরবেড়িয়া এলাকার ঘটনা ।


খেজুরবেড়িয়া এলাকায় প্রায় দু কিলোমিটারের ওপরে রাস্তা বহু বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে বলে অভিযোগ  । ইঁট পাতানো রাস্তা হলেও বর্তমানে রাস্তার কোথাওই  ইটের লেশমাত্র  নেই, রাস্তার কোথাওই জায়গার ইঁট জায়গায় নেই।  কোথাও রাস্তা ভেঙ্গে চলে গেছে পুকুরের মধ্যে। রাস্তায় গাড়ি চলাতো দুরস্ত হেঁটেও  রাস্তা দিয়ে চলাফেরা করা দুস্কর। 


এই রাস্তা দিয়ে বেশ কয়েকটি স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে বেশ কয়েকটি গ্রামের কয়েক মানুষ প্রতিদিন চলাফেরা করে।প্রায় প্রতিদিনই এই রাস্তায় দুর্ঘটনা লেগেই আছে । গ্রামের কেউ অসুস্থ হয়ে গেলে তাকে কাঁধে করে নিয়ে গিয়ে গাড়িতে তুলতে হয় বেশ কিছুটা দুরে গিয়ে, জানান স্থানীয় বাসিন্দারা।


এলাকার মানুষ বহুবার স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে বিডিও অফিসেও দরবার করেছেন তাও কোন কাজ হয়নি বলে অভিযোগ। 


দীর্ঘদিনেও  সমস্যার সমাধান না হওয়ায় , এলাকার মানুষ একত্রিত হয়ে রাস্তা অবরোধে সামিল হন।


যদিও এই বিষয়ে রূপমারি পঞ্চায়েতের উপপ্রধান তপন মন্ডল জানান-খুব শীঘ্রই ওই রাস্তা সারাইয়ের কাজ শুরু হবে ।

Post a Comment

0 Comments