শহর তৃণমূল কংগ্রেসের তরফে শিক্ষক সম্বর্ধনা সভার আয়োজন টাকীতে।
THE BENGALEE TV
গত ৫ ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে টাকী টাউন তৃণমূল কংগ্রেসের তরফে এক শিক্ষক সম্বর্ধনা সভার আয়োজন করা হয়।টাকী পৌরসাংস্কৃতিক মঞ্চে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন বসিরহাট জেলা হাসপাতালের ডেপুটি CMOH ডা: শ্যামল বিশ্বাস,বসিরহাট দক্ষিনের বিধায়ক ডা: সপ্তর্ষি ব্যানার্জী,জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শাহানুর মন্ডল সহ অন্যান্নরা।টাকী পৌরসভা এলাকার শিক্ষক শিক্ষিকা দের সম্বর্ধনা জ্ঞাপন করা হয় সভা থেকে। শিক্ষক সম্বর্ধনা ছাড়াও এদিন সকালে রক্তদান শিবিরের ও আয়োজন করা হয় উদ্যোক্তা দের তরফে।
0 Comments