রাস্তা সারাই এর দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ

 রাস্তা সারাই এর দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ



THE BENGALEE TV


হাসনাবাদের বরুনহাটের সরকার পাড়া এলাকার ঘটনা ।

বরুনহাট পঞ্চায়েতের সরকার পাড়া এলাকা থেকে পাটলিখানপুর অঞ্চলের মাঝিপাড়া  পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তার বেহাল দশা । অভিযোগ দীর্ঘ ৩০ বছর ধরে এই রাস্তার অবস্থা এতটাই খারাপ যে প্রতিনিয়ত দুর্ঘটনা লেগেই থাকছে। এই রাস্তা দিয়েই এলাকার ছয়টি স্কুলের ছাত্রছাত্রী রা প্রতিনিয়ত যাতায়াত করে। অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া আসারও অন্যতম প্রধান রাস্তা এটিই। প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করে,প্রয়োজনীয় রাস্তা হওয়া সত্বেও এই রাস্তার সংস্কার নিয়ে কারো কোনো ভ্রুক্ষেপ নেই বলেই অভিযোগ স্থনীয়দের।রাস্তার এতটাই বেহাল দশা যে প্রতিনিয়ত দুর্ঘটনা লেগেই থাকে জানান গ্রামবাসীরা। চলাচলের পথে রাস্তায় পরে গিয়ে  হাত-পা ভেঙে যাওয়া থেকে ছোট খাটো দুর্ঘটনা নিয়ে রীতিমতো তটস্থ স্থানীয়রা।

অল্প বর্ষা হলেই জল জমে বন্যার রূপ নেয় বলে জানান 

অতসী সরকার,শিখা সরকার সহ অন্যান্নরা। তারা জানান বহুবার পঞ্চায়েত থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোন কাজ হয়নি  । প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হয়েও সমাধান না পেয়ে শনিবার রাস্তা অবরোধের পথই বেছে নেন গ্রামবাসীরা।রাস্তা সাড়াই এর দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। বরুনহাট রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আবুল কালাম বলেন, দুটি ফান্ডের আবেদন করা হয়েছে,আশা করা যায় পুজোর পর পরই এই রাস্তার কাজ শুরু করা যাবে।

Post a Comment

0 Comments