THE BENGALEE, স্বরূপনগর
(স্বরূপনগরের ধোকরা , উত্তর ধোকরা , দক্ষিণ ধোকরা , সরুপনগর এর ঘটনা)
শেয়ালে কামড়েছে ৩০ থেকে ৩৫ জনকে । হাসপাতালে চিকিৎসাধীন বেশ কয়েকজন । বেশ কয়েকজন হাসপাতাল থেকে চিকিৎসা করিয়ে বাড়ি ফিরে এসেছে। শেয়ালের আতঙ্কে গ্রামবাসীরা লাঠি নিয়ে ঘুরছে দিনরাত । রীতিমতো আতঙ্কে এলাকার মানুষ বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছে। এলাকায় যেসব বাগান বা বাঁশ বাগান রয়েছে সেখানেই আছে এই শেয়ালে আস্তানা । সেখান থেকেই দিনরাত গ্রামে ঢুকে কামড়াচ্ছে মানুষকে ।
এলাকার মানুষের দাবি বনদপ্তর অথবা প্রশাসনের তরফ থেকে শেয়াল গুলোকে ধরে অন্যত্র সংরক্ষণ করুক ।
0 Comments