বসিরহাট থানার পুলিশের বড়সড় সাফল্য,গ্রেপ্তার চার আগ্নেয়াস্ত্র কারবারকারী

 বসিরহাট থানার পুলিশের বড়সড় সাফল্য,গ্রেপ্তার চার আগ্নেয়াস্ত্র কারবারকারী


THE BENGALEE 

বসিরহাট থানার পুলিশের বড়সড় সাফল্য ।চার আগ্নেয় অস্ত্র কারবারী কে গ্রেফতার করলো বসিরহাট থানার পুলিশ ।

দুটি আগ্নেয় অস্ত্র , আগ্নেয় অস্ত্র তৈরির সরঞ্জাম , দুটি বাইক সহ গ্রেপ্তার চারজন ।বসিরহাটের পিফা বলফিল্ড এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ ।

মঙ্গলবার  রাতে গোপন সূত্রে খবর পেয়ে পিফা বলফিল্ড এলাকায় ন্যাজাট রাস্তার ওপরে দুটি বাইকে চারজনকে আটক করে পুলিশ । তাদের তল্লাশি করে দুটি আগ্নেয় অস্ত্র এবং আগ্নেয় অস্ত্র তৈরীর প্রচুর সরঞ্জাম উদ্ধার করে পুলিশ । জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে তাদের সকলের বাড়ি হাড়োয়া থানা এলাকায়, খবর পুলিশ সুত্রে।

Post a Comment

0 Comments