THE BENGALEE
বসিরহাট
R.G.KAR হাসপাতালের ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে এবার রাস্তায় নামলো বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।WE WANT JUSTICE স্লোগান মুখে, প্ল্যাকার্ড হাতে বসিরহাটের বিভিন্ন পথ পরক্রমন করে এই পদযাত্রা।বসিরহাট টাউন হল ময়দান থেকে শুরু করে "WE WANT JUSTICE" স্লোগান দিতে দিতে ইটিন্ডা রোড ধরে বসিরহাট প্রদক্ষিণ করে টাউন হল অভিমুখেই রওনা দেয় ।
0 Comments