আর.জি.করের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে হাসনাবাদে পদযাত্রা



R.G.KAR এর ঘটনায় জড়িত দের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল হাসনাবাদে।।।।


THE BENGALEE, হাসনাবাদ 



আর.জি.কর মেডিক্যাল কলেজ হাসপাতালের নৃশংস ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ । ইতিমধ্যেই ঘটনার তদন্ত ভার গ্রহন করেছে সি.বি.আই।ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে জোরালো হয়েছে আওয়াজ।



WATCH VIDEO👆


এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ও  ঘটনার সঠিক তদন্তের দাবিতে বুধবার হাসনাবাদের খোসালের মোড় থেকে বনবিবি সেতু পর্যন্ত বিক্ষোভ মিছিলে সামিল হন এলাকার মানুষ।মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ।



Post a Comment

0 Comments