R.G.KAR এর ঘটনায় জড়িত দের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল হাসনাবাদে।।।।
THE BENGALEE, হাসনাবাদ
আর.জি.কর মেডিক্যাল কলেজ হাসপাতালের নৃশংস ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ । ইতিমধ্যেই ঘটনার তদন্ত ভার গ্রহন করেছে সি.বি.আই।ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে জোরালো হয়েছে আওয়াজ।
WATCH VIDEO👆
এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ও ঘটনার সঠিক তদন্তের দাবিতে বুধবার হাসনাবাদের খোসালের মোড় থেকে বনবিবি সেতু পর্যন্ত বিক্ষোভ মিছিলে সামিল হন এলাকার মানুষ।মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ।
0 Comments