ময়দানের প্রতিদ্বন্ধীতা দুর,দোষীদের শাস্তির দাবিতে সমবেত সুর ফুটবল প্রেমীদের গলায়।

 ময়দানের প্রতিদ্বন্ধীতা দুর,দোষীদের শাস্তির দাবিতে সমবেত সুর  ফুটবল প্রেমীদের গলায়।



THE BENGALEE : বসিরহাট 



ময়দানের প্রতিদ্বন্ধীতাকে দুরে রেখে,আর.জি.করের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে একত্রিত চিরপ্রতিদ্বন্ধী দুই শিবির মোহনবাগান- ইস্টবেঙ্গল। নিরাপত্তার খাতিরে রবিবার এশিয়ার অন্যতম সেরা  ডার্বি বন্ধের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে,ও আর.জি.করের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে কোলকাতায় বিক্ষোভ দেখান ইস্ট-মোহন সমর্থকরা।

কোলকাতার পাশাপাশি ডার্বি বন্ধের সিদ্ধান্তের পরিপ্রক্ষিতে ও আর.জি.করের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে বসিরহাটেও  পথে নামেন  ফুটবল সমর্থকরা।মোহনবাগান , ইস্টবেঙ্গলের সমর্থকদের পাশাপাশি  মহামেডান স্পোর্টিং এর  সমর্থকদেরও দেখা মেলে মিছিলে। তিন প্রধানের সমর্থকরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল  করলেন বসিরহাটে । " WE WANT JUSTICE "এর সমবেত সুরে প্ল্যাকার্ড হাতে পথ হাঁটলেন ফুটবল প্রেমীরা। রবিবার বসিরহাট টাউনহল ময়দান থেকে  শুরু হয়ে  ইটিন্ডা রোড হয়ে  বসিরহাট বোটঘাটের দিকে এগিয়ে যায় মিছিল।

Post a Comment

0 Comments