শহীদ দীনেশ মজুমদারের জন্মভিটা কে হেরিটেজঘোষণার দাবিতে নাগরিক সভা বসিরহাটে।
THE BENGALEE
গত রবিবার ছিলো আরো একটি ২৫ শে আগষ্ট। স্বাধীনতার পর এতগুলি বছর কেটে গেলেও আজও ১৯৩০ এর ডালহৌসি স্কোয়ারের ঘটনাকে স্মরণে রেখেছে বসিরহাট বাসী।এই দিনেই বীর বিপ্লবী শহীদ দীনেশ মজুমদারের স্মৃতিবিজড়িত জন্মভিটা কে হেরিটেজ ঘোষনার দাবিতে নাগরিক সভা অনুষ্ঠিত হলো বসিরহাটে।
১৯৩০ সালের ২৫ শে আগষ্ট বিপ্লবী দীনেশ মজুমদার ও তার তিন সহযোগী অনুজাচরন সেন,শৈলেন নিয়োগী ও অতুল সেন কোলকাতার তৎকালীন পুলিশ কমিশনার চার্লস অগাস্টাস টেগার্ট কে লক্ষ করে বোমা ছোড়েন। দীনেশ ধরা পরেন।বিচারে তার যাবজ্জীবন দীপান্তর হয়।১৯৩২ সালে দুই সঙ্গী কে সাথে নিয়ে জেল থেকে পালিয়ে।যান দীনেশ মজুমদার।সেই বছর ই দুবার ব্রিটিশদের জনপ্রীয় সংবাদপত্রের সম্পাদক ওয়াটসন হত্যার চেষ্টা হয় । চন্দনগরের পুলিশ কমিশনার কুইনের নেতৃত্বে একদল পুলিশ বিপ্লবীদের তাড়া করলে দীনেশের গুলিতে কুইন নিহত হন,তিনি বিল্পবীদের নিয়ে আত্মগোপন করেন।অবশেষে ১৯৩৩ সালের ২২ মে এক রক্তাক্ষয়ী সংঘর্ষের পর পুলিশ তাঁকে গ্রেফতার করতে সমর্থ হয়। ১৯৩৪ সালের ৯ জুলাই ফাঁসির মঞ্চে প্রাণ দেন বীর বিপ্লবী দীনেশ মজুমদার।
২৫ শে আগষ্ট দিনটিকে আজও স্মরণে রেখেছে বসিরহাট।
রবিবার বসিরহাট পুরাতন বাজার নিমতলা এলাকায় শহীদ দীনেশ মজুমদারের বাড়ি সংলগ্ন স্থানে একটি নাগরিক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক ডা: সপ্তর্ষি ব্যানার্জি , বসিরহাট পৌরসভার ভাইস চেয়ারম্যান-সুবীর সরকার, কাউন্সিলর কৌশিক দত্ত , ভাস্কর মিত্র সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধি সহ শিল্পী,সাহিত্যিক সহ বিশিষ্ট জনেরা।সভা থেকে বীর বিপ্লবী দীনেশ মজুমদারের বাড়িটিকে হেরিটেজ ঘোষনার দাবি তোলা হয় ও এই বীর বিপ্লবীর জীবন আদর্শ কে যুব সমাজের মধ্যে ছড়িয়ে দিতে পরিকল্পনা গৃহীত হয়।
0 Comments