প্রতিবাদ মিছিলের পরেই,রাস্তার ধার থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

 প্রতিবাদ মিছিলের পরেই,রাস্তার ধার থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র 

THE BENGALEE

বসিরহাট 



বসিরহাটে ইস্টবেঙ্গল মোহনবাগানের প্রতিবাদ মিছিল চলার সময় রাস্তার ধারে রেখে যাওয়া সাইকেলের বাস্কেটে রাখা প্যাকেটের মধ্য থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। মিছিল চলাকালীন কোন নাশকতার উদ্দেশ্য ছিল কিনা তা খতিয়ে দেখছে বসিরহাট থানার পুলিশ। মিছিল যখন বসিরহাটের এস এম মজুমদার রোড দিয়ে যায় সেই সময় গোপন  খবর পেয়ে সাইকেলটিকে ঘিরে ফেলে পুলিশ।তারপর মিছিল চলে গেলে সাইকেলটির প্যাকেটের মধ্যে থেকে একটি দেশি পিস্তল উদ্ধার হয়। শাক দিয়ে ঢাকা ছিল পিস্তলটি। সাইকেলের মালিকের খোঁজ শুরু করেছে পুলিশ।



👆CLICK TO WATCH VIDEO



Post a Comment

0 Comments