রথযাত্রা উপলক্ষে বৃক্ষরোপন সুন্দরবনে
সৌরভ দাশ,হিঙ্গলগঞ্জ
রথযাত্রা উপলক্ষে অভিনব উদ্যোগ সুন্দরবনে ।বৃক্ষরোপণ এর মধ্য দিয়ে রথযাত্রার শুভ সূচনা হলো সুন্দরবনে।
একটি গাছ একটি প্রাণ ।ম্যানগ্রোভ বাঁচাতে রথযাত্রার দিনে বৃক্ষরোপনের উদ্যোগ সন্দেশখালীর খুলনা রথযাত্রা কমিটি। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের যে অবদানের কথা সাধারন মানুষকে অবগত করাতে এই পরিকল্পনা রথযাত্রা কমিটির। ডক্টর প্রকাশ মল্লিকের উদ্যোগ এদিন চারা গাছ গুলি লাগানো হয়।
0 Comments