বাইক আরোহী দের সচেতন করতে, সেফ ড্রাইভ সেভ লাইফ সংক্রান্ত পদযাত্রা বসিরহাট জেলা পুলিশের

 বাইক আরোহী দের সচেতন করতে, সেফ ড্রাইভ সেভ লাইফ সংক্রান্ত পদযাত্রা বসিরহাট জেলা পুলিশের।

THE BENGALEE

বসিরহাটে সেফ ড্রাইভ সেভ লাইফ বিষয়ক পদযাত্রা 

বসিরহাট পুলিশ জেলা জুড়ে প্রতিনিয়ত বাইক দুর্ঘটনা র খবর পাওয়া যায়।বেলাগাম গতি ও বাইক আরোহীদের অসচেতনতার জন্য প্রায়সই দুর্ঘটনা ঘটছে।প্রতিনিয়ত এই দ্রুত গতির শিকার হচ্ছেন সাধারন পথ চলতি মানুষ।দুর্ঘটনার জেরে প্রাণহানির ঘটনাও ঘটছে নেহাত কম না।


👆WATCH VIDEO

THE BENGALEE TV

AWARENESS PROGRAMME BY BASIRHAT POLICE DISTRICT

বসিরহাট পুলিশ জেলা জুড়ে সারা বছরই " সেফ ড্রাইভ সেভ লাইফ "সংক্রান্ত প্রচার চলে বসিরহাট জেলা পুলিশের তরফে।তারপর ও এই ধরনের দুর্ঘটনা রীতিমতো শঙ্কার কারন হয়ে উঠেছে সাধারন মানুষের কাছে।


বাইক আরোহী কে সচেতন করছেন পুলিশ আধিকারিক

তাই ফের বাইক আরোহী দের সচেতনতার বার্তা দিতে বসিরহাটে মিছিল করলো বসিরহাট জেলা পুলিশ।বসিরহাট শহরের একাধিক জায়গায় হেলমেট বিহীন বাইক আরোহীদের সচেতন করার পাশাপাশি  মিছিল করে এবং মাইকিং করে প্রচার করল পুলিশ প্রশাসন।

Post a Comment

0 Comments