ম্যানগ্রোভ দিবসে নদীর চরে ম্যানগ্রোভ রোপণ পরিবেশ কর্মীদের

 ম্যানগ্রোভ দিবসে  নদীর চরে ম্যানগ্রোভ রোপণ পরিবেশ কর্মীদের।


সৌরভ দাশ,বসিরহাট 


বিশ্ব ম্যানগ্রোভ দিবসে ম্যানগ্রোভ রক্ষার আহ্বান জানিয়ে বৃক্ষরোপন সন্দেশখালিতে।


২৬ শে জুলাই দিনটি  বিশ্ব ম্যানগ্রোভ দিবস হিসাবে পালন করা হয়। ম্যানগ্রোভ রক্ষা,  জীববৈচিত্র্য ও পরিবেশ কে  সুরক্ষিত রাখার আহ্বান জানিয়ে প্রতিবছর এই দিনে বিশ্বব্যাপী সচেতনতামূলক বিভিন্ন সভা-সেমিনারের আয়োজন করে থাকেন পরিবেশ কর্মীরা। ২০১৫ সালের সাধারণ অধিবেশনে ইউনেসকো এই দিনটিকে স্বীকৃতি দেয়।



" সুন্দরবন তথা এই প্রকৃতি ফিরে পাক তার স্বাভাবিক রূপ এই দাবী নিয়ে শুক্রবার সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম সন্দেশখালির বেড়মজুরে বৃক্ষরোপন করলেন পরিবেশ কর্মীরা। 'যুব সমাজ কল্যাণ সংস্থার' পক্ষ থেকে এদিন সুন্দরী, কাঁকরা, গরান, গেওয়া, বাইন সহ নানা ধরনের ম্যানগ্রোভ চারা রোপন করা হয়। সংস্থার সদস্যরা ছোট কলাগাছিয়া নদীর চরে এই চারা রোপন করেন। উপস্থিত ছিলেন যুব সমাজ কল্যাণ সংস্থার সম্পাদক বিজ্ঞান কর্মী শিক্ষক প্রদীপ্ত সরকার সহ রাহুল আড়ি, শুভদীপ সরদার, সুমন আড়ি, রানা সরদার, বিশ্বনাথ আড়ি, সায়ন সরদার প্রমুখ। সম্পাদক প্রদীপ্ত সরকার বলেন- "এই দূষণ জর্জরিত প্রকৃতিকে রক্ষা করতে দলমত নির্বিশেষে দিকে দিকে পরিবেশ আন্দোলন গড়ে তোলার সময় হয়েছে। প্রকৃতিকে তার স্বাভাবিক রূপ ফিরিয়ে দিতে শুধু সুন্দরবনবাসী নয় সমগ্র রাজ্য তথা দেশবাসীকেও উদ্যোগ নিতে হবে। ম্যানগ্রোভ দিবস একদিন নয়- জরাজীর্ণ প্রকৃতির স্বার্থে প্রতিদিন হোক ম্যানগ্রোভ দিবস"।



👆WATCH VIDEO

Post a Comment

0 Comments