জলাভূমি দিবস উদযাপন হাসনাবাদে।।
THE BENGALEE
হাসনাবাদ
যে জলাভূমি কে প্রকৃতির বৃক্ক বলা হয়। আধুনিকতার যুগে সেই স্বচ্ছ,প্রকৃতিবান্ধব জলাভূমির অস্বিত্ব রক্ষাই থ্রেটের মুখে।
প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে জলাভূমি বাঁচানোর আহ্বানে রবিবার সকালে হাসনাবাদ স্টেট ব্যাঙ্কের সামনে "জলাভূমি দিবস " উদযাপন এর আয়োজন করা হয় ইছামতী বিজ্ঞান কেন্দ্রের তরফে। এদিন এই উপলক্ষে আয়োজিত এক পথসভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ইছামতী বিজ্ঞান কেন্দ্রের সভাপতি পার্থ মুখার্জী, জেলা সহ-সম্পাদক ইছামতী বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক প্রদীপ্ত সরকার, বিজ্ঞান মঞ্চের সদস্য শিক্ষক কার্তিক মন্ডল, অমিতাভ বর্মন, বলাই মন্ডল, বাক্কার গাজী সহ অন্যান্নরা। ইছামতী বিজ্ঞান কেন্দ্রের সভাপতি পার্থ মুখার্জী বলেন- "২ রা ফেব্রুয়ারী হোক বা ১৬ ই জুন জলাভূমিকে রক্ষা করতে "জলাভূমি দিবস" হোক বছরের প্রতিদিন। আসুন এই প্রকৃতিকে বাঁচাতে আমরা সবাই মিলে একসাথে আওয়াজ তুলি।"
0 Comments