গতকাল ৪ ই জুন, ২০২৪ লোকসভা ভোটের ভোট গণনার শুরু থেকেই বসিরহাট লোকসভা কেন্দ্রে এগিয়ে যান তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম। কয়েক রাউন্ড গণনা শেষে ট্রেন্ড বুঝে গণনা কেন্দ্র ছাড়েন বিজেপি প্রার্থী রেখা পাত্র।
কয়েকটি রাউন্ড গণনা শেষে দেখা যায় হাজী নুরুল ইসলাম পাঁচ লক্ষাধিক ভোটে এগিয়ে আছেন।তবে তারপর ই জানা যায় হয় কিছু প্রযুক্তিগত ত্রুটি হয়েছে।ফের গণনার ফলের নতুন শীট প্রকাশ হয়। সব শেষে ২১ তম রাউন্ড শেষে জয়ী হন তৃণমূলের হাজী নুরুল ইসলাম। নিকটবর্তী প্রার্থী রেখা পাত্র কে 3,32,949ভোটে হারান তিনি।
0 Comments