রেকর্ড মার্জেন জয়ী হাজী নুরুল,বসিরহাটে সবুজ সাইক্লোন।।কেন বিধানসভায় কেমন ফল?

 রেকর্ড মার্জেন জয়ী হাজী নুরুল,বসিরহাটে সবুজ সাইক্লোন।।





সৌরভ দাশ,বসিরহাট 


যে সন্দেশখালিত র ঘটনা নিয়ে গত কয়েকমাস উত্তাল হয়ে উঠেছিলো রাজ্য রাজনীতি, সেই সন্দেশখালি বিধানসভা কেন্দ্র সমন্বিত বসিরহাটে ভরা ডুবি বিজেপির।

রাজ্য জুড়ে সবুজ ঝড় অব্যাহত।উনিশের লোকসভা ভোটের থেকেও ভালো ফল তৃণমূল কংগ্রেসের। রাজ্যে সবুজ ঝড়ের মধ্যে সবুজ সাইক্লোনে বসিরহাটে কার্যত বিধ্বস্ত বিরোধীরা। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট লোকসভা কেন্দ্রে তিন লক্ষাধিক ভোটে জয়ী  তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম।কার্যত ব্যুমেরাং হয়ে দাঁড়ালো বিজেপির সন্দেশখালি ইস্যু। এক নজরে এই লোকসভা কেন্দ্রের বিভিন্ন বিধানসভার ফলাফল।




Post a Comment

0 Comments