গাঁজা খাওয়ার প্রতিবাদ করায় বেধরক মার,আহত এক।
..
THE BENGALEE
হাসনাবাদের ভেবিয়া সাদিগাছি পশ্চিমপাড়ার ঘটনা। মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিমপাড়া সংলগ্ন একটি জলকরের পাশে বসে গাঁজা খাচ্ছিলো কয়েকজন যুবক।তার প্রতিবাদ করেন আলাউদ্দিন মন্ডল।প্রতিবাদ করায় তারা আরো দুজন কে ডেকে আনে ও পাঁচ জনে মিলে তাকে মারধোর করে, এমনকি মেরে জলকরের জলে চুবানো হয় বলে অভিযোগ। স্থানীয় এক যুবক তা দেখতে পেয়ে তৎক্ষনাৎ সেখানে গিয়ে ধস্তাধস্তি করে কোনক্রমে আলাউদ্দিন কে উদ্ধার করে। তৎক্ষনাৎ তাকে স্থানীয় চিকিৎসকের কাছে ও তারপর টাকী গ্রামীণ হাসপাতালে আনা হয়।প্রাথমিক চিকিৎসা র পর ছেড়ে দেওয়া হয় আলাউদ্দিন কে।হাসনাবাদ থানার দারস্থ হবে বলে জানায় আলাউদ্দিনের পরিবার।।
0 Comments