টাকী রামকৃষ্ণ মিশন মঠে মূল মন্দিরে ফিরলেন ঠাকুর - মা-স্বামীজী

 


টাকী রামকৃষ্ণ মিশন মঠে মূল মন্দিরে ফিরলেন ঠাকুর - মা-স্বামীজী।



THE BENGALEE ,টাকী


টাকী রামকৃষ্ণ মিশন আশ্রমের শ্রী মন্দিরের গর্ভগৃহ ও নাটমন্দিরের সংস্কার কার্যের জন্য শ্রীশ্রী ঠাকুর, মা ও স্বামীজীকে অস্থায়ী ভাবে টাকী রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের প্রার্থনা গৃহে স্থানান্তর করা হয়েছিলো।



গত কিছুদিনে  মন্দিরের সংস্কার কার্য সম্পূর্ণ হওয়ায় শনিবার সকালে জগন্নাথদেবের স্নানযাত্রার পুন্য তিথিতে  শ্রীশ্রী ঠাকুর ,মা ও স্বামীজীকে স্থায়ী শ্রীমন্দিরে স্থানান্তরিত করা হলো। এই উপলক্ষে মন্দির পরিক্রমনের পর বিশেষ পুজা অর্চনার আয়োজন করা হয় মন্দিরে।সকাল থেকেই ভক্ত সমাগম ছিলো মন্দির প্রাঙ্গনে।

Post a Comment

0 Comments