বসিরহাট সেইসিনকাই ক্যারাটে ডো অ্যাসোসিয়েশানের বেল্ট এক্সাম
THE BENGALEE
বসিরহাট (উত্তর চব্বিশ পরগনা)
বসিরহাট টাউন হলে অনুষ্ঠিত হলো ক্যারাটের বেল্ট এক্সাম।বসিরহাট সেইসিনকাই ক্যারাটে ডো অ্যাসোসিয়েশান আয়োজিত এই শিবিরে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে।সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে শিবির।
👆CLICK TO WATCH
(SUBSCRIBE & STAY WITH US)(FOLLOW OUR FACE BOOK PAGE) (YOU CAN SEND/CONTACT THE NEWS OF YOUR LOCALITY)
KARATE BELT EXAM : THE BENGALEE
সভ্যতার আধুনিকীকরনের সঙ্গে সঙ্গে খেলাধুলা থেকে মুখ ফেরাচ্ছে নতুন প্রজন্ম। তবে ছোট থেকে কম্পিউটার বা ইলেক্ট্রনিক্স ডিভাইসে মগ্ন থাকা যে মোটেও স্বাস্থ্যসম্মত নয় তা ইতিমধ্যেই ঠাহর করেছেন অভিভাবকরা।তাই ক্রমশ শারীরিক কসরতের দিকে ঝোঁক বাড়ছে।গত দশ বছরে উল্লেখযোগ্য হারে বেড়েছে ক্যারাটে,যোগা ইত্যাদি ক্ষেত্রে শিক্ষার্থীর সংখ্যা।বর্তমানে বিভিন্ন স্কুলে পঠন পাঠনের পাশাপাশি ক্যারাটে কে অন্তর্ভুক্ত করা হয়েছে।
শুধু ফিটনেস ই নয় চলার পথে নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সন্তান দের যেন অসুবিধা না হয় তার জন্য ছোট থেকেই ছেলে মেয়েদের ক্যারাটে মুখী করছেন অভিভাবক রা অনেকেই।চাহিদার সঙ্গে তালমিলিয়ে বর্তমানে বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে ক্যারাটে কোচিং ক্যাম্প।
ক্যারাটে র গ্রাফ যে ক্রমেই উদ্ধমুখী তা চাক্ষুষ করা গেলো বসিরহাট মহকুমার অন্যতম প্রবীন ক্যারাটে প্রশিক্ষক সিহান প্রশান্ত গিরির বসিরহাট সেইসিনকাই ক্যারাটে ডো অ্যাসোসিয়েশানের তরফে আয়োজিত একদিনের ট্রেনিং ক্যাম্প ও বেল্ট এক্সামে।
হাসনাবাদ,টাকী,বসিরহাট,বাদুড়িয়া সহ বিভিন্ন
এলাকার প্রায় তিনশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বসিরহাট ডিস্ট্রিক্ট সেইসিনকাই সিতো রুই ক্যারাটে অ্যাসোসিয়েশানের সভাপতি সিহান প্রশান্ত গিরি ছাড়াও উপস্থিত ছিলেন সম্পাদক সিহান ডাই দিব্যেন্দু ঘোষ, অ্যাডভাইসার পার্থ প্রতীম ঘোষ, সমাজসেবী সমীর ঘোষ সহ অন্যান্নরা।
বসিরহাট সেইসিনকাই ক্যারাটে ডো অ্যাসোসিয়েশানের প্রশিক্ষক সিহান প্রশান্ত গিরি জানান ক্যারাটের উত্তরোত্তর জনপ্রীয়তা বৃদ্ধি তাদের কেও বেশী করে উৎসাহিত করছে। তার কথায় সুস্থ শরীর গঠনে ও নিজ নিরাপত্তা সুনিশ্চিত করতে ক্যারাটে অন্যতম মাধ্যম। তার কথায় ক্যারাটের মাধ্যমে মনসংযোগ ও নিয়ানুবর্তীতাও শিখছে বাচ্চারা, পাশাপাশি ক্যারাটের মাধ্যমে রাজ্য স্তর কিংবা দেশ ও আন্তর্জাতিক স্তরে খেলার সুযোগ পাচ্ছে তারা, যা তাদের মনোবল বৃদ্ধি করছে ও খেলার মান কে উন্নত করছে। সরকারী তরফে স্কুল গেমসে ক্যারাটের অন্তর্ভুক্তির পাশাপাশি, ফুটবল, ক্রিকেটের মতো ক্যারাটে খেলোয়াড়দের জন্যও চাকরিতে কোটা র ব্যাবস্থা হচ্ছে যা ক্যারাটে খেলোয়াড়দের জন্য খুবই ভালো পদক্ষেপ, জানান প্রশান্ত গিরি।
এদিন 1ST DAN ও 2ND DAN BLACK BELT সার্টিফিকেট তুলে দেওয়া হয় শিবির থেকে।
0 Comments