গরম বাড়তেই সুন্দরবনে বেড়েছে বিষধর সাপের উপদ্রব

 গরম বাড়তেই সুন্দরবনে বেড়েছে বিষধর সাপের উপদ্রব।

THE BENGALEE


টানা দুই তিন মাস ধরে প্রচন্ড গরমে সুন্দরবন লাগোয়া বিভিন্ন অঞ্চলে বেড়েছে বিষাক্ত সাপের উপদ্রব। গরমের মধ্যে সাপের নিজের আস্তানা ছেড়ে লোকালয়ে ঢুকতে শুরু করেছে। হিঙ্গলগঞ্জের বেশ কয়েকটি জায়গায় রাত্রিতে পথ চলতি লোকের চোখে প্রায়ই বিষাক্ত সাপ চোখে পড়ছে।


 👆WATCH VIDEO

উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের এক মৎস্যজীবীর আটলে চার ফুট লম্বাএকটি বিষাক্ত কেউটে সাপ ধরা পড়ে। জানিয়ে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। সুন্দরবন অঞ্চলে বেশির ভাগই অঞ্চলে বিষাক্ত প্রজাতির কেউটে সব সচরাচর লক্ষ্য করা যায়।

এদিন বনদপ্তরে খবর দেয়া হলে  তারা সাপটি উদ্ধার করে নিয়ে যায়। 

এইভাবে প্রচণ্ড গরমের মধ্য দিয়ে লোকালয়ে যেসব ঢুকতে শুরু করেছে তা নিয়ে সুন্দরবনের একাধিক জায়গায় সাধারণ মানুষ আতঙ্কিত।

Post a Comment

0 Comments