হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জে জোড়া সভা মিনাক্ষী মুখার্জীর।
THE BENGALEE
বসিরহাট লোকসভা কেন্দ্রের বাম-কংগ্রেস জোট প্রার্থী নিরাপদ সরদারের সমর্থনে মঙ্গলবার হিঙ্গলগঞ্জ ও হাসনাবাদে জোড়া সভা CPIM নেত্রী মীনাক্ষী মুখার্জীর।
হিঙ্গলগঞ্জ হাই স্কুলের মাঠে ও হাসনাবাদ মুরারীশাহ চৌমাথায় জোড়া সভা অনুষ্ঠিত হয়।মীনাক্ষী ছাড়াও সভায় উপস্থিত ছিলেন CPIM নেতৃত্ব।
এছাড়াও এদিন স্বরুপনগর বাজারেও জনসভায় উপস্থিত ছিলেন বাম নেত্রী।
0 Comments