THE BENGALEE
টাকী পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে নির্বাচনী জনসভা তৃণমূলের
আগামী ১ লা জুন বসিরহাট লোকসভা কেন্দ্রের নির্বাচন।ভোটের আগে শেষ সপ্তাহের প্রচারে কোথাও কোনরকম খামতি রাখতে চাইছে না শাসক বিরোধী সব শিবির।বসিরহাট লোকসভা কেন্দ্রে র বিভিন্ন জায়গায় প্রচারে আসছেন হেভিওয়েট নেতৃত্বরা।পাশাপাশি প্রচার চলছে পৌরসভা,পঞ্চায়েত, ওয়ার্ড,বুথ স্তরে।।
বৃহস্পতিবার সন্ধ্যায় টাকী পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে এক নির্বাচনী পথসভার আয়োজন করা হয়।স্থানীয় তৃণমূল কাউন্সিলর সীমা মুখার্জীর উদ্যোগে তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনে এই পথসভার আয়োজন করা হয়।সভায় উপস্থিত ছিলেন টাকীর উপ পৌর প্রধান ফারুক গাজী,টাকী শহর তৃণমূলের সভাপতি প্রদ্যুৎ দাশ,মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী শুভ্রা ঘোষ, শিক্ষক নেতা ভীষ্মদেব মন্ডল,তৃণমূলের ছাত্র নেতা কালাম গাজী সহ অন্যান্নরা।সভায় মহিলা দের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
সভা থেকে বিজেপির বিভিন্ন নীতির বিরুদ্ধে সুর চড়ান স্থানীয় কাউন্সিলর সহ বক্তারা।
0 Comments