পানীয় জলের দাবিতে বিক্ষোভ

THE BENGALEE 


গ্রীষ্মের দাবদাহে কয়েকদিন আগেই প্রাণ ওষ্ঠাগত হয়েছিলো বঙ্গবাসীর। কয়েকদিনের বর্ষা র স্পেল সাময়িক স্বস্তি দিলেও ফের গ্রীষ্মের চোখ রাঙানি সহ্য করতে হতে পারে বঙ্গবাসী কে।তপ্ত দুপুরে তৃষ্না নিবারন কিংবা শরীর কে সুস্থ রাখতে যে পানীয় জল ই  ভরসা,সেই পানীয় জল নিয়েই সংকট। সংকট মেটাতে উদ্যোগের ও অভাব, আর তাই পানীয় জলের দাবিতে পথে নেমে বিক্ষোভ মহিলাাদের।হিঙ্গলগঞ্জ ব্লকের ১ নং আমবেড়িয়া গ্ৰামের ঘটনা।হাসনাবাদ নেবুখালী রোডের উপর বিক্ষোভ দেখান মহিলারা। 



সোমবার সকালে হাতে প্ল্যাকার্ড  ও খালি কলসি নিয়ে বিক্ষোভ  দেখালেন মহিলারা। তাদের অভিযোগ গত কয়েকমাস যাবৎ টিউবওয়েল খারাপ,কাউকে জানিয়েই কোনো সুরাহা হয়নি।পানীয় জল আনতে তাদের কে দুরবর্তী স্থানে যেতে হয়,স্বভাবতই অসুবিধায় পরতে হচ্ছে তাদের।



অবরোধের খবর পৌঁছাতেই নড়ে চরে বসেন স্থানীয় পঞ্চায়েত সদস্য।স্থানীয় পঞ্চায়েত সদস্য নিশিকান্ত জোতদার আশ্বাস দেন কয়েকদিনের মধ্যেই টিউবওয়েলটি ঠিক করে দেওয়া হবে। তার আশ্বাসে বিক্ষোভ তোলেন স্থানীয়রা।


এ বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি হিঙ্গলগঞ্জ মেন মন্ডলের বিজেপি সভাপতি কৃষ্ণপদ সামন্ত। তার কথায় এই বিক্ষোভ মানুষের দেখানোর ই কথা,কারন দীর্ঘদিন ধরে মানুষ পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছেন।


Post a Comment

0 Comments