বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ গেলো এক শিশুর

 বেপরোয়া গাড়ির ধাক্কায়  প্রাণ গেলো এক শিশুর

THE BENGALEE 



উওর 24 পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের হাসনাবাদ টু লেবুখালী রোডে মর্মান্তিক দুর্ঘটনা মৃত পাঁচ বছরের শিশু। 

হিঙ্গগঞ্জের স্বরূপকাঠি এমএলএ স্কুলের পাশে এক পথ দুর্ঘটনা ঘটে সকাল ১১ টা নাগাদ।  বেপরোয়া গতিতে গ্যাস সিলিন্ডার ভর্তি ১০৭ ধাক্কা মারে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা পাঁচ বছরের শিশুকে।গ্যাস বোঝায় গাড়িটি যোগেশগঞ্জ গ্যাস গোডাউন থেকে  হিঙ্গলগঞ্জ দিকে আসছিল বলে জানা গেছে। মৃত শিশুটির  নাম বিপ্রজিত জোতদার,বয়স ৫ বছর, বাবার নাম অলোক জোতদার। 

ঘাতক সেই গাড়িটাকে আটক করে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। অলোক জোতদাররের বাড়িতে নেমে আসে শোকের ছায়া । তবে দিনের পর দিন যেভাবে এই রুটে দুর্ঘটনা ঘটছে তা নিয়ে রীতিমতো নিত্য পথযাত্রীরা আতঙ্কগ্রস্থ। 

এলাকাবাসীদের দাবি,, প্রশাসনের পক্ষ থেকে যানবাহন নিয়ন্ত্রণের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক।।

Post a Comment

0 Comments