হাসনাবাদে যুবকের রহস্য মৃত্যুর সঙ্গে জড়িতদের উপযুক্ত শাস্তির দাবিতে বিক্ষোভ মৃতের পরিজন ও গ্রামবাসীদের।।
THE BENGALEE, হাসনাবাদ
বৃহস্পতিবার সকালে হাসনাবাদের হাসনাবাদ- লেবুখালী রোডে আগুন জ্বালিয়ে, অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা । গত রবিবার হাসনাবাদ চকপাটলী এলাকায় খালের জলে একটি দেহ ভেসে থাকতে দেখেন গ্রামবাসীরা,খবর দেওয়া হয় পুলিশ কে।হাসনাবাদ থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করলে, জানা যায় মৃত যুবকের নাম মুফার গাজী(৩৬), বাড়ি রামেশ্বরপুর খোসাল মোড় সংলগ্ন এলাকায়।
মোফার গাজীর পরিবার ও গ্রামবাসীদের দাবি, এলাকার আনারুল গাজী নামে এক ব্যক্তি শুক্রবার রাতে মোফার গাজীকে রাত বারোটা নাগাদ বাড়ি থেকে ডেকে নিয়ে যায় । এরপর থেকে মোফার গাজীর আর কোন খোঁজ পায়নি তার পরিবার । রবিবার তার দেহ উদ্ধার হয় খালের থেকে।
মোফার গাজীর পরিবার ও গ্রামবাসীরা বহুবার হাসনাবাদ থানায় গিয়ে অভিযোগ জানাতে গেলেও হাসনাবাদ থানা কোন অভিযোগ নেয় নি বলে বিক্ষোভকারীদের অভিযোগ, বিক্ষোভকারীদের আরো অভিযোগ অবিলম্বে আনারুল গাজী সহ যারা এই খুনের সঙ্গে জড়িত তাদেরকে গ্রেফতার করতে হবে । না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান গ্রামবাসীরা।
বিক্ষোভ চলাকালীন ঘটনাস্থলে আসে হাসনাবাদ থানার পুলিশ, পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে।
0 Comments