হিঙ্গলগঞ্জের স্যান্ডেলার বিলের ১৩১ নম্বর বুথের তৃণমূলের দলীয় পতাকা-ব্যানার ছেড়ে দেয়ার অভিযোগ,
অভিযোগের তীর বিজেপির দিকে,অভিযোগ অস্বীকার বিজেপির।
THE BENGALEE হিঙ্গলগঞ্জ
বসিরহাট লোকসভা কেন্দ্রের হিঙ্গলগঞ্জ।।লোকসভা নির্বাচন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা,ফেস্টুনে ভরে গিয়েছে বিভিন্ন এলাকা।তারই মধ্যে তৃণমূলের দলীয় পতাকা ছেড়া নিয়ে অভিযোগ।
হিঙ্গলগঞ্জ স্যান্ডেলের বিল ১৩১ নাম্বার বুথে বুধবার রাতের অন্ধকারে তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ে দেয়া হয়েছে বলে অভিযোগ, প্রার্থীর ছবি লাগানো ব্যানার পুড়িয়ে দেয়া হয়েছে বলেও অভিযোগ তৃণমূলের।এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে,তৃণমূল কংগ্রেস পরিচালিত সান্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিতোষ বিশ্বাসের দাবি ঘটনায় জড়িত বিজেপি।থানায় লিখিত অভিযোগ ও দায়ের করা হয়েছে তৃণমূলের তরফে।
তবে, হিঙ্গলগঞ্জ মন্ডল ১ এর সাধারণ সম্পাদক আলী পদ পাইক এই অভিযোগ অস্বীকার করে বলেন এই নোংরা রাজনীতি বিজেপি করে না।এটা তৃণমূল কংগ্রেসেরই গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ।
0 Comments