বছর কয়েক আগে প্যাংগং হ্রদের উত্তর এবং দক্ষিণ তীর জুড়ে চিনা ফৌজের সেতু নির্মাণের তৎপরতা দেখা গিয়েছিল উপগ্রহ চিত্রে। এর পরে ম্যাক্সার প্রকাশিত উপগ্রহ চিত্রেও খোঁজ মিলেছিল, আকসাই চিন এলাকায় লাল ফৌজ স্থায়ী বাঙ্কার এবং বড় বড় সুড়ঙ্গের । এবার অধিকৃত শাকসগাম উপত্যকায় রাস্তা ও অন্যান্য পরিকাঠামো নির্মাণে অভিযোগ উঠল বেজিংয়ের বিরুদ্ধে। যার কড়া প্রতিবাদ জানিয়েছে ভারত।
0 Comments